রংপুর জেলার গঙ্গাচড়া থানার কোলকোন্দ ইউনিয়নের কুড়িবিশ্বা গ্রামের মুকুল মিয়া প্রতিপক্ষের আঘাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এলাকাবাসী সূত্রে জানা যায় গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে আলেকিশামত গ্রামের মোঃ শাহীদ মিয়া পিতা মৃত কেরু মিয়ার পুকুরচুরি হওয়ায় শাহিদ চিল্লাচিল্লি করলে মোঃ সবুজ মিয়া পিতা মো: নুনু মিয়া গ্রাম কুড়িবিশ্বা শাহীদ কে বলেন যে মুকুল মিয়া পিতা মো: দুলু মিয়া তোমার পুকুর থেকে মাছ মেরেছে তখন তখন মুকুল মিয়া ও তার পরিবারের লোকজন এর প্রতিবাদ করলে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারিতে গড়ায় এতে করে লাঠি দিয়ে সবুজ আঘাত করলে মুকুল মিয়ার মাথা ফেটে যায়। সাথে সাথে স্থানীয় বাজারের গ্রাম্য চিকিৎসক মো: আউয়াল মিয়ার কাছে নিয়ে আসলে মাথার সামনে পাঁচটি পিছনে তিনটি সেলাই দিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন।রাতে মুকুল মিয়া আরও বেশি অসুস্থ হয়ে পড়ে এবং ভোরে বমি করলে মুকুল মিয়া আর ও অসুস্থ হয়ে পড়লে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে মুকুল মিয়ার পরিবারের লোকজন।মুকলের অবস্থা এখন ও আশঙ্কা মুক্ত নয় এ ব্যাপারে কোন মামলা হয়নি।