গাংনীতে আন্তর্জাতিক অহিংস দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন
মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক অহিংস দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট-এর সহযোগিতায় শুক্রবার সকাল ১০ টার দিকে বাসস্ট্যান্ড রেজাউল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুজন’র সভাপতি ও পিএফজি কো-অর্ডিনেটর প্রফেসর আব্দুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। সংঘাত নয়, সম্প্রীতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের উন্নয়ন অব্যাহত ও উন্নত দেশ গড়ার প্রত্যয়ে সকলকে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একসাথে কাজ করার আহ্বান জানান এমপি খোকন। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) গাংনী শাখা এ মানববন্ধনের আয়োজন করে। এ সময় দি হাঙ্গার প্রজেক্টের এলাকার সমন্বয়কারী হেলাল উদ্দিন, পিএফজি অ্যাম্বাসেডর ও বামন্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস ও রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতুসহ পিএফজি’র সকল সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।