মেহেরপুরের গাংনীতে করোনায় আক্রান্ত পিতার মৃত্যুর একদিন পর ছেলে হাবিবুর রহমান বাদশার(৩৫) মৃত্যু হয়েছে।আজ বুধবার দুপুরে মেহেরপুর ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত হাবিবুর রহমান বাদশা উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের করোনায় সদ্য মৃত্যুবরণ করা শহিদুল ইসলামের ছেলে।
মৃত হাবিবুর রহমান বাদশার পরিবার সূত্রে জানা যায়,গতকাল মঙ্গলবার(০৩আগস্ট) হাবিবুর রহমান বাদশার বাবা মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ঠিক এর একদিন পরেই হাবিবুর রহমান মেহেরপুর জেনারেল হাসপাতালে আইসিওতে করোনা ইউনিটের চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্যঃহাবিবুর রহমান বাদশা পিএসকেএস’র দামুড়হুদা অফিসের হিসাবরক্ষক হিসেবে কর্মরত। ঈদের ছুটিতে বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়েন। ঈদের দু’দিন পর বাবাকে সাথে নিয়ে তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে গিয়ে করোনা পরীক্ষা করান। করোনা ভাইরাস পজিটিভ হলে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়। ছেলে হাসপাতালে রেখে বাড়ি ফেরার দু’দিন পরে শহিদুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে তাকেও মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। করোনা পরীক্ষায় পজিটিভ হলে তাকেও করোনা ওয়ার্ডে ভর্তি রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকালে শহিদুল ইসলামের মৃত্যু হয়।