গাংনীতে কৃষি উন্নয়ন প্রকল্পের সরিষা কর্তন।

নিজস্ব প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৩৬৪ বার পঠিত

 

মেহেরপুর জেলার গাংনীতে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়িত তৈল জাতীয় ফসলের প্রযুক্তি বিস্তার প্রদর্শনীর সরিষা কর্তন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি), সকালে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের নওপাড়া ব্লকের মাইলমারী গ্রামে এ সরিষা কর্তন করা হয়।
উল্লেখ্য, দানা জাতীয় ফসলের প্রযুক্তি বিস্তার প্রদর্শনীর আওতায় মাইলমারী গ্রামের কৃষক আব্দুর রশিদ এর ২ একর জমিতে বারি-১৮ জাতের সরিষা চাষ করা হয়।
আজ সরিষা কর্তন কালীন সময়ে গাংনী উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ অফিসার রাসেল রানা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফরিদ উদ্দীন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহিন রেজাসহ গ্রামের অন্যান্য কৃষকরা উপস্থিত ছিলেন।

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, চলতি বছরে ১৩শ ২৫ হেক্টর জমিতে সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্ত এ উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ১৪শ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া থাকায় বেশ ভাল ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর