গাংনীতে গরুর ট্রাক প্রতিরোধ করে ৪ লক্ষ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২২০ বার পঠিত

 

মেহেরপুর গাংনী উপজেলার কামারখালী গ্রামে চার গরু ব্যাবসায়ীর কাছ থেকে চার লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে ডাকাত দল।বুধবার(২৯-জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ডাকাতির সঙ্গে জড়িত থাকার সন্দেহে মারুফাত আলী নামে একজনকে আটক করেছে।গরু ব্যবসায়ী আবুল কাসেম জানান, বুধবার রাতে তারা ৪ গরু ব্যবসায়ী লালমনি হাট থেকে গরু কিনে বাড়ি ফিরছিলেন।গাংনী উপজেলার কামার খালি গ্রামে পৌছালে রাস্তার উপর গাছ ফেলে তাদের ট্রাকের গতিরোধ করে। এসময় ৬/৭ জনের একটি ডাকতাত দল দেশি অস্ত্র নিয়ে তাদের ঘিরে ফেলে। এসময় গরু ব্যবসায়ীদের কাছে থাকা ৪ লক্ষ ২৫০ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে গ্রামবাসী ও পুলিশ এসে আমাদের উদ্ধার করে।গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আভিযোগ পেয়েছি। এ ঘটনায় গাংনী উপজেলার জোড়া ঘাট গ্রামের মারুফাত আলী নামে একজন ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসা বাদ শেষে বিস্তারিত জানা সম্ভব হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর