গাংনীতে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা।

গাংনী থেকে মনিরুল ইসলাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১৮৫ বার পঠিত

 

মেহেরপুরের গাংনীতে গলায় ফাঁস দিয়ে মাসুরা খাতুন(১৫) নামের এক স্কুল ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে নিজ শয়ন কক্ষে আত্মহত্যার চেষ্টা করে। স্কুল ছাত্রী মাসুরা খাতুন উপজেলার হিজলবাড়িয়া গ্রামের আব্দুল মতিনের মেয়ে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মায়ের সাথে মনোমালিন্যের জেরে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনা বুঝতে পেরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আবীর হোসেন তাকে মৃত ঘোষনা করেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, স্কুলছাত্রী আত্মহত্যার ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর