গাংনী প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের খড়মপুর গ্রামে গলায় সুজি আটকিয়ে তাজিম হোসেন (১১মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু তাজিম খড়মপুর গ্রামের হেলাল উদ্দীনের ছেলে।
শুক্রবার সকাল ৯টার দিকে শিশু তাজিমকে তার মা সুজি খাওয়াতে গেলে,এ দূর্ঘটনা ঘটে।
তাজিম হোসেনের বাবা হেলাল উদ্দীন জানান, সকালের দিকে তাজিমকে তার মা সুজি খাওয়াচ্ছিল। এক পর্যায়ে সুজি তার গলায় আটকিয়ে গেলে,অসুস্থ হয়ে পড়ে। এসময় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,ডাক্তার মৃত ঘোষণা করেন।