গাংনীতে গাঁজা, ফেনসিডিল সহ দুজনকে আটক 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৫৮০ বার পঠিত

গাংনীতে গাঁজা, ফেনসিডিল সহ দুজনকে আটক

মেহেরপুরের গাংনীতে গাঁজা ও ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা ইউনিয়নের জুগিয়া গ্রামের রেজাউল পরামানিকের ছেলে মন্টু পরামানিক (৩২) ও একই গ্রামের শরিফ উদ্দিনের ছেলে সাব্বির হোসেন (২৪)।

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উপজেলার দেবীপুর পূর্বপাড়া রাস্তার কালভার্টের উপর থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫১ বোতল ফেনসিডিল ও পৌনে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দেবীপুর এলাকায় বামন্দি ক্যাম্পের এ এস আই হেলাল উদ্দিন ও ইলিয়াস হোসেনসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেন। তাদের কাছ থেকে ১৫১ বোতল ফেনসিডিল ও পৌনে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর