গাংনীতে গোয়ালঘরে অগ্নিকান্ড লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি।
জেলা প্রতিনিধি, মেহেরপুর।
মেহেরপুর জেলার গাংনী উপজেলার মাইলমারী বাগানপাড়ার ফজলুর রহমানের গোয়ালঘরে অগ্নিকান্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার রাত ১২ টার দিকে এ অগ্নিকান্ড ঘটলে ২টি গরু ৫টি ছাগল পুড়ে যায় এবং ১টি ছাগল পুড়ে মারা যায়।
অনুমান করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। মশা তাড়াবার জন্য মশার কয়েল জ্বালিয়ে রাখলে তা বিচালিতে লাগে পরে আগুন পাশে থাকা পাটের বোঝায় লেগে পুরো গোয়ালঘরে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রুপ নিয়ে উপরের দিকে উঠতে থাকে। স্হানীয় জনগণের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হলেও পুরো গোয়ালঘর পুড়ে ছায় হয়ে যায়।
এসময় গোয়ালঘরে থাকা ২টি গরু ও ৫টি ছাগল পুড়ে যায় এবং ১টি ছাগল পুড়ে মারা যায়। ফজলুর রহমান জানান, তার গোয়ালঘরে অনেক পাট ছিল সেগুলোও পুড়ে ছায় হয়ে গেছে। সবমিলিয়ে তার প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান। এব্যাপারে তিনি উর্ধতন কতৃপক্ষের আর্থিক সহযোগিতা কামনা করেন।