গাংনীতে চিকিৎসা নিতে আসা নিখোঁজ ভিক্ষুকের মরদেহ উদ্ধার
মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত নিখোঁজ ভিক্ষুকের জোহরা খাতুনের লাশ গাংনী উপজেলা আনসার ভিডিপি কার্যালয় এর সামনে থেকে উদ্ধার। শনিবার সকাল ৭ দিকে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহত জোহরা খাতুন উপজেলার রায়পুর গ্রামের মৃত তাহাজউদ্দীনের মেয়ে।
গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান, শুক্রবার সকাল ১১ টায় কুষ্টিয়া জেলার দৌলৎপুর উপজেলার খলিশাখুন্ডি বাজার এলাকায় ভিক্ষা করতে গিয়ে পাখি ভ্যানের ধাক্কায় আহত হয়। জনৈক্য এক ভ্যান চালক গাংনী রাজা ক্লিনিকে নিয়ে যায়। এরপর সেখান থেকে ভ্যান চালক ও ভিক্ষুক জোহরা খাতুন নিখোঁজ হন। সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে উপজেলা পরিষদের মধ্যে থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ধারনা করা হচ্ছে অজ্ঞাত সেই ভ্যান চালক রাতের আধারে বৃদ্ধা জোহরা খাতুনের মরদেহ ফেলে রেখে যেতে পারে।
উল্লেখ্য : চিকিৎসা নিতে এসে শুক্রবার দুপুর ১ টায় গাংনী রাজা ক্লিনিকের সামনে থেকে নিখোঁজ হন। জোহরা খাতুন। এর আগে কুষ্টিয়া জেলার দৌলৎপুর উপজেলার খলিশাখুন্ডি বাজার এলাকায় ভিক্ষা করতে গিয়ে পাখি ভ্যানের ধাক্কায় আহত হয়।