গাংনীতে টিউবলের পানি নিষ্কাশন কে কেন্দ্র করে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৪৯৯ বার পঠিত

 

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের কুলবাড়িয়া গ্রামের টিউবলের পানি নিষ্কাশন কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার এ ঘটনা ঘটে। আহতরা হলো,মানিক মিয়া (২৩),পান্নায়ারা (৩০),নাছরিনা নেছা (৩২), দেলোয়ার হোসেন (৪০) ও তার স্ত্রী বুলবুলি (৩৫)।

আহতের পরিবার সূত্রে জানা যায়, আহত পান্নায়ারার পরিবারের সাথে দীর্ঘদিন তার প্রতিবেশী মুলাম উদ্দিনের পারিবারিক বিরোধ চলে আসছিল। ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় টিউবওয়েলের পানি নিষ্কাশন নিয়ে বিরোধ শুরু হয় এক পর্যায়ে মুলাম উদ্দিনের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পান্নায়ারার পরিবারের উপর হামলা চালিয়ে ৫ জনকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।পান্নায়ারার অবস্থার অবনতি হলে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

গাংনী থানার অফিসার ইনচার্জ মোঃ বজলুর রহমান জানান, বিষয়টি শুনেছি,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি,যদি লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর