গাংনীতে দুটি গাছ সহ গাঁজাচাষী গ্রেফতার
মেহেরপুরের গাংনীতে শরিফুল ইসলাম (৩৫) নামের এক গাঁজাচাষী কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯ টায় উপজেলার বামুন্দী ইউপির বালিয়াঘাট গ্রামের একটি পান বরজের মধ্যে থেকে দুটি গাঁজার গাছ সহ তাকে গ্রেফতার করা হয়। গাঁজাচাষী শরিফুল ইসলাম বালিয়াঘাট বিশ্বাসপাড়ার মনিরুল ইসলামের ছেলে।
অভিযানে নেতৃত্বদানকারী গাংনী থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম জানান,বালিয়াঘাট গ্রামের ফুটানি বাজার সংলগ্ন নাপিত জলের মাঠের একটি পানের বরজের মধ্যে গাঁজাচাষ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এস এম মুরাদ আলির নির্দেশে অভিযান চালিয়ে শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় তার পানের বরজ থেকে ১৩ ফিট লম্বা দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান, গাঁজা উদ্ধারের ঘটনায় গাঁজাচাষী শরিফুল ইসলামের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে।