মেহেরপুরের গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম নবাগত এসিল্যান্ড হিসাবে যোগ দিয়েছেন। জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) যোগদান করেন।
রোববার (২৭ নভেম্বর) অপরাহ্নে তিনি গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী খানম এর কার্যালয়ে আসেন। ইউএনও তাঁকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানোর পর নবাগত এসিল্যান্ডকে নিজ কর্মস্থল উপজেলা ভূমি কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
৩৬ তম বিসিএস ক্যাডার উত্তীর্ণ হয়ে নবাগত প্রথমে ম্যাজিস্ট্রেট হিসাবে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। পদোন্নতি পেয়ে তিনি গাংনী উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের পূর্বের এসিল্যান্ড নাজমুল আলম রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে বদলি হলে শূন্যস্থান পূরণ করলেন।