গাংনীতে মসজিদের মাইকের ইউনিট চুরি, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার, ফেরত পেতে চোর বাড়িতে
মেহেরপুরের গাংনীতে একটি মসজিদের মাইকের ইউনিট চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গাংনী উপজেলার বামুন্দি গ্রামে।
বামুন্দী বাজার কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবু এবং বামুন্দী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী চপল বিশ্বাস সহ এলকাবাসী জানান, বুধবার দিবাগত রাতের কোনো এক সময় বামুন্দী বাজার জামে মসজিদ (আহলে) এর পাঁচটি মাইকের ইউনিট চুরি হয়ে যায়।
বৃহস্পতিবার সকালে নিশিপুর পশ্চিম পাড়ার কুবলুছের ছেলে দেলোয়ার হোসেন (২৫) নিশিপুর জেদ্দা ভাটার নিকটে জালানী খড়ি সংগ্রহ করতে যায়। সেখানে বাজার করা একটি ব্যাগ মুখ বাঁধা অবস্থায় দেখতে পায়। পরে একই এলাকার মৃত মুসাব হাজীর ছেলে আবু বক্কর সিদ্দিক কে ডেকে নিয়ে যায়। তারা দুজনে ব্যাগের মুখ খুলে ব্যাগের মধ্যে মাইকের পাঁচটি ইউনিট দেখতে পায় এবং সেগুলো নিশিপুর গোরস্থান পাড়া জামে মসজিদ রাখে। বেলা ১১ টার দিকে নিশিপুর গোরস্থান পাড়ার মতো ছেলে সৌখিন আলী (২২), বিনার আলীর ছেলে আকাশ (২০), বালিয়াঘাট ফুটানী বাজার পাড়ার সাকিল হেসেন (২০) ওই ইউনিট গুলো তাদের দাবি করে ফেরত আনতে যায়। পরে এলাকাবাসী বামন্দী পুলিশ ফাঁড়িকে খবর দিলে এ এস আই ইলিয়াস হোসেন ও কনসটেবল আবু হানিফ ওই তিন জনকে আটক করে।
এ সংবাদ লেখা পর্যন্ত আটক তিনজন বামন্দি ক্যাম্প হেফাজতে রয়েছে।