গাংনীতে মহান বিজয় দিবস-২০২০ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গাংনীতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২০ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুুতি সভা অনুিষ্ঠত হয়েছে । রবিবার সকাল ১১ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে নানা কর্মসূচী গ্রহনের মধ্য দিয়ে করোনা পরিস্থিতিতে স্বল্প পরিসরে উদযাপনের জন্য প্রস্ততি সভা সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ,লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এমএ খালেক। বিশেষ অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন,গাংনী থানার ওসি তদন্ত অফিসার সাজেদুল ইসলাম, গাংনী উপজেলা কৃষি অফিসার কে
এম শাহাবউদ্দীন আহমেদ প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী,মেহেরপুর জেলা জেপির সভাপতি আব্দুল হালিম ,উপজেলা যুবলীগ নেতা শফি কামাল পলাশ, বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম সহ সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,এনজিও প্রতিনিধি,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
দিবসের কর্মসূচী সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে একাধীক উপ কমিটি গঠন করা হয়েছে।
দিবসের কর্মসূচীর মধ্যে ছিল, দিবসের প্রারম্ভে ৩১ বার তোপধ্বনি, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,আলোক সজ্জা, শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।