মেহেরপুরের গাংনী উপজেলার মোহম্মদপুর গ্রামের বাগানপাড়া থেকে মোঃ আশিক ইসলাম(২১) কে ৫০পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটককৃত আসামি মোঃ আশিক ইসলাম উপজেলার কাজিপুর গ্রামের নিয়ামত আলী’র ছেলে।
জেলা গোয়েন্দা জানান, মোহম্মদপুর বাগানপাড়ায় মাদককারবারী অবস্থান করছে খবর পেয়ে জেলা গোয়েন্দার বিশেষ টিম আজ ২১/০৬/২০২২ই বিকেল ০৪:৫০ উক্ত স্হানে অভিযান চালিয়ে ৫০পিচ ইয়াবাসহ
এসআই বিশ্বজিৎ এর নেতৃত্বে এএসআই হেলাল উদ্দিন ও এএসআই মাহতাব উদ্দিন এর সহোযোগীতায় আসামিকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে গাংনী থানায় মামলা প্রক্রিয়াধীন জেলহাজতে প্রেরণ করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।