মেহেরপুরের গাংনীতে মাদক মামলার মাদক মামলার পলাতক আসামী মোঃসায়েম(৩৫)কে আটক করেছে জেলা ডিবি পুলিশ।আজ শনিবার রাত ১০টার দিকে তাকে আটক করে। আটককৃত সায়েম উপজেলার তেরাইল গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী গাংনীর চোখ’কে জানান,গতকাল শুক্রবার(০৬আগস্ট) মেহেরপুর গাংনী উপজেলার ভাটপাড়া ইকো পার্ক এলাকায় ডিবির এসআই কুমার কুন্ডুর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ১’শ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে।এ সময় ডিবির উপস্থিতি টের পেয়ে সায়েম পালিয়ে যায়।আজ শনিবার(০৭আগস্ট) উপজেলা তেরাইল এলাকায় সায়েম অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে এএসআই হেলাল উদ্দিন,এএসআই মাহাতাব উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে।আটককৃত বিরুদ্ধে গাংনী থানায় গতকাল শুক্রবার(০৬আগস্ট) একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারণীর ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়।যার মামলা নং-০৮,তাং-০৬-০৮-২১।