গাংনীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
  • ২৬০ বার পঠিত

 

নানা কর্মসূচীর মধ্য দিয়ে মেহেরপুরের গাংনীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১১ টার দিকে গাংনী উপজেলা প্রশাসন এ আলোচনা সভার আয়োজন করে। উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক,আমন্ত্রিত অতিথী হিসেবে বক্তব্য রাখেন,সাবেক এমপি মো: মকবুল হোসেন,গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান,সাবেক মেয়র আহমেদ আলী,জাতীয়পার্টির কেন্দ্রীয় সদস্য ও মেহেরপুর জেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক-সাইফুল ইসলাম(সেলিম) ।

এসময় ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,গাংনী উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মহিবুর রহমান মিন্টু, পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু,সাধারন সম্পাদক আনারুল ইসলাম বাবু,সাবেক যুবলীগ সভাপতি আব্দুস সালাম,বর্তমান যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন,জাতীয় পাটি জেপির জেলা সভাপতি আব্দুল হালিম,সাবেক ছাত্রলীগ সভাপতি ইসমাইল হোসেন,সাবেক ছাত্রলীগ নেতা সাহিদুজ্জামান শিপু,পৌর কাউন্সিলর মিজানুর রহমান মিজান,পৌর সেচ্ছাসেবকলীগ আহবায়ক জীবন আহমেদ,যুবলীগ নেতা মকলেচুর রহমান,ছাত্রলীগ নেতা রবিন আহমেদ সহ প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মোনাজাত করে অনুষ্ঠান শেষ হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর