গাংনীতে সড়ক দুর্ঘটনায় ট্রাক্টর চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৬৩৩ বার পঠিত

গাংনীতে সড়ক দুর্ঘটনায় ট্রাক্টর চালক নিহত

মেহেরপুরের গাংনীর ট্রাক্টার নিয়ন্ত্রণ হারিয়ে মিনহাজ আলীর পুকুরে পড়ে রুহুল আমিন নামের রুহুল আমিন(৪৫) এক ট্রাক্টার চালক নিহত হয়েছে। আজ শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার হেমায়েতপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন উপজেলার শিশির পাড়া গ্রামের ইছার উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, ফজরের নামাজ শেষে মুসল্লিরা বাসায় যাওয়ার পূর্বে হঠাৎ মিনহাজ আলীর পুকুরের পাশে একটি ট্রাকটারের আওয়াজ শুনতে পাই। সেখানে গিয়ে আমরা দেখতে পায় এটি ট্রাকার পুকুরে পড়েছে স্থানীয় সহযোগিতায় ট্রাক্টর চালককে মৃত অবস্থায় বের করে আনতে পারি।
গাংনী থানার ওসি ফজলুর রহমান জানান, বিষয়টি আমি শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর