গাংনীতে সড়কে ডাকাতির ঘটনায়,আটক-১

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৭ বার পঠিত

 

মেহেরপুরের গাংনীর বামন্দী-দেবিপুর সড়কে রাস্তায় কাঁঠালের গাছে ফেলে কয়েক ঘন্টা ডাকাতির ঘটনা বামন্দী পশ্চিমপাড়ার ফজল ইসলামের ছেলে রনি ইসলাম নামে এক ব্যাক্তি বাদি হয়ে গাংনী থানায় অজ্ঞাতনামা ১০/১২জানের নামে আসামি করে মামলা দায়ের করেছে।এ ঘটনায় গাংনী থানা পুলিশের সদস্যরা মামলায় গাংনী উপজেলার ঝোড়াঘাট গ্রামের সুরবান মন্ডলের ছেলে নুরুল ইসলাম নামের একজনকে আটক করে।

গাংনী থানার ওসি আবাদুর রাজ্জাক জানান,বামন্দী-দেবিপুরে রাস্তায় ডাকাতির ঘটনায় নুরুল ইসলাম নামের একজনকে আটক করে, জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।ডাকাতির ঘটনায় রনি ইসলাম একজন বাদি হয়ে মামলা করেছেন যার।মামলা নং-৩৬,তারিখঃ২৫.০৯.২২ইং।

উল্লেখ্যঃগতকাল রবিবার(২৫-সেপ্টেম্বর) বামন্দী ক্যাম্পের অদূরে বামন্দী-দেবিপুর সড়কে রাস্তায় কাঁঠালের গাছ ফেলে গনডাকাতির ঘটনা ঘটে।ডাকাতদলের হাত থেকে ইউপি সদস্য,সাংবাদিক,পুলিশ,রোগি ও পথচারী কেউ রক্ষা পাইনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর