গাংনীতে ১ কেজি গাঁজাসহ আটক-২

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৯১ বার পঠিত

 

মেহেরপুরের গাংনীতে ১ কেজি গাঁজাসহ শ্রী সন্জয় কুমার দাস (২৫) ও শ্রী প্রশান্ত কুমার দাস (২৩) নামের ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর গোয়েন্দা পুলিশ ডিবি।
বুধবার (৮ ডিসেম্বর), রাত সাড়ে ৯ টার দিকে তাদের আটক করা হয়। আটককৃত সন্জয় কুমার উপজেলার বেতবাড়ীয়া গ্রামের দাসপাড়ার শ্রী ভবত দাসের ছেলে এবং প্রশান্ত কুমার একই গ্রামের শ্রী রবি দাসের ছেলে বলে জানা যায়।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি সূত্রে জানা যায়, জেলা ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাদের দু’জনকে আটক করা হয়েছে।
গাংনী উপজেলার বেতবাড়ীয়া বাজারে মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র এসআই অজয় কুমার কুন্ডু জানান। মামলা নং ১৬ তারিখ ০৯.১২.২১।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর