গাংনীর নওদাপাড়ার মোটর বাইক দুর্ঘটনায় দুজন আহত

গাংনী থেকে মনিরুল ইসলাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ৩০৫ বার পঠিত

গাংনীর পিরতলা নওদাপাড়া রোডে  মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে  দুজন গুরুতর আহত হয়েছে।

আহত’রা হলেন পিরতলা গ্রামের নিয়ামত আলির ছেলে শাকিবুল(১৫)ও আশরাফুলের  ছেলে মোঃ জামিল(১৬)।

 

(৫অক্টোবর)বুধবার২০২২ দুপুর ১২টায়  পিরতলা থেকে  মোটর সাইকেল চালিয়ে শাকিবুল নওদাপাড়া পৌছালে সাহেব নগর থেকে আসা উলিউল্লাহ’র মোটর সাইকেল মুখোমুখি ধাক্কা দেয়, এতে দুই চালক মারাত্মক জখম হয়।

এই ঘটনায় শাকিবুলের নাক ফেটে যায়,তার পিছনে বসা জামিল হালকার জন্য বেঁচে যায়।

শাকিবুলের অবস্থা আশংকাজনক দেখে তাকে নিয়ে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালের উদ্যেশে রওনা দেয় পরিবারের লোকজন।এবং ঘটনায় জড়িত অলিউল্লাহ ঘটনাস্থলে গাড়ী রেখে পালিয়ে যায়।

অলিউল্লাহ্ হাজি মোঃ আঃ মোমেন এর ছেলে ও ০৪নং ওয়ার্ড কমিশনার হেলাল উদ্দিনের চাচাতো ভাই।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান এই বিষয় নিয়ে এখনো আমাকে কেও অবগত করে নাই।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর