গাংনীর বামন্দিতে ০৪ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৬৬৭ বার পঠিত

 

মেহেরপুরের গাংনীতে ০৪ জুয়াড়িকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার(১২আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে তাদের আটক করে। আটককৃতরা হলো উপজেলার বামন্দী নিশিপুর এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে স্বপন আলী(২৮), সাজাহানের ছেলে মিনারুল ইসলাম(২৫), নাসির উদ্দিন সরদারের ছেলে বক্তিয়ার আলী(৩৩) ও আব্দুল আলীমের ছেলে বিদ্যুৎ মিয়া(৩৫)।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুর গাংনী উপজেলার ঐতিহ্যবাহী হাট বামন্দি এলাকার নিশিপুর গ্রামে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে এসআই রুবেল, এএসআই আহসান হাবীব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছে থেকে ৪হাজার ১’শ ৯০টাকা,জুয়া খোলার কার্ড উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর