গাংনীর রাইপুরে গৃহবধূ ও তার মেয়েকে পিটিয়ে আহত

এস এম তারেক জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৬৩৫ বার পঠিত

তুচ্ছ ঘটনায় প্রবাসী মহিদুল ইসলামের স্ত্রী ও মেয়েকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের কড়ুইগাছি গ্রামে। প্রবাসী মহিদুল ইসলামের আহত মেয়ে জানায়, রোববার (২২/০৮/২০২১) দুপুরের দিকে সে শ্বশুরবাড়ি থেকে পিতার বাড়িতে আসার পথে প্রতিবেশী মতিয়ার রহমানের ছেলে রাসেল (২৫) পথিমধ্যে দাঁড় করিয়ে তাকে কেন গালাগালি করা হয়েছে তা জিজ্ঞেস করে। প্রবাসী মহিদুল ইসলামের মেয়ে জানায় সে তাকে কেন গালাগালি করবে ? প্রতিউত্তরে রাসেল জানায় স্থানীয় শিলন ও মতিয়ার বলেছে তুমি গালাগালি করেছো। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পরিবারের লোকজন সেখানে জড়ো হয়। এক পর্যায়ে রাসেল ও তার সহোদর ভাই হারুন, রাসেলের স্ত্রী ও মা মিলে প্রবাসী মহিদুল ইসলামের স্ত্রী ও মেয়েকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। আহত মা ও মেয়ের মাথায় প্রচন্ড আঘাতে রক্তক্ষরণের ফলে তাদেরকে ভর্তি রাখা হয়েছে।

এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর