গাংনীর হাড়িয়াদহ গ্রামে স্থানীয়দের উদ্যােগে রাস্তা সংস্কার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ১৩১ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামে বর্ষার পানিতে ডুবে থাকা কাঁচা রাস্তাটি মানুষ চলাচলের অনুপযােগি হয়ে পড়েছে। হাড়িয়াদহ উত্তরপাড়া জামে মসজিদ থেকে দক্ষিণপাড়া পর্যন্ত কাঁচা রাস্তাটি এখন কাঁদায় ভরপুর। ফলে মানুষ চলাচলে খুবই ব্যহৃত হচ্ছে। সরকারীভাবে বিভিন্ন গ্রামের অলিগলিতে ছােট ছােট রাস্তাগুলাে পাঁকাকরণ নিয়ে যখন ব্যস্ত। কিন্তু হাড়িয়াদহ গ্রামটি যেনাে অবহেলিত হয়ে পড়ে রয়েছে। বিভিন্ন সরকার আসে-যায়। কিন্তু হাড়িয়াদহ গ্রামের কােন উন্নয়নের চিহ্ন নাই। স্বেচ্ছাসেবী সংগঠন হাড়িয়াদহ সিডর ক্লাবের উদ্যােগে নিম্নমানের ভাঙ্গা ইট স্বল্প মূল্য ক্রয় করে রাস্তা সংস্কার করেছে।

সিডর ক্লাবের অন্যতম সদস্য নাহিদ হাসান নােবেল জানান,আমাদের হাড়িয়াদহ গ্রামটি সরকারী কােন নথিভূক্ত আছে কি নাই তা বড্ড সন্দেহ হয়। যদি সরকারী নথিভূক্ত থাকতাে। তাহলে,গ্রামটি এভাবে অবহেলিত হয়ে পড়ে থাকতাে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর