গাংনী উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৮৪ বার পঠিত

 

মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে কেক কেটে ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলা অডিটোরিয়ামের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেন্টু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৭৪মেহেরপুর-২(গাংনী)আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন্তাসির জামান মৃদুল।

এ সময় গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা ও সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মোহন এর সঞ্চালনায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতা সাখায়াত হোসেন,জেলা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক শাহিন রেজা,জেলা সাংগঠনি সম্পাদক রায়হান উজ্জামন নিবর,মানবউন্নায়ন বিষয়ক সম্পাদক মাসুদ রানা মিল্টন,যুগ্ন-সাধারণ সম্পাদক তপু রায়হান রবিন,গাংনী কলেজ ছাত্রলীগে সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম রিমন,গাংনী উপজেলা জয় পরিষদের সাধারণ সম্পাদক আশিকুজ্জান সবুজ,ধানখোলা ইউনিয়ের সাধারণ সম্পাদক ওয়াজ্জেল হোসেন,মটমুড়া ইউনিয়ান ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম, ছাত্রনেতা শুভ আহমেদ, প্রমুখ উপস্থিত ছিলেন।

করোনাকালীন সময় নিজজের জীবন বাজি রেখে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার জন্য,ভালো কাজের স্বরূপ দুটি অক্সিজেন সিলিন্ডার ছাত্রলীগের কর্মীদের হাতে তুলে দেন এমপি খোকন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর