মেহেরপুরের গাংনী উপজেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন, দৈনিক সকালের সময় পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি ও দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার গাংনী উপজেলা প্রতিনিধি লিটন মাহমুদ।
নির্বাচন কমিশনের সদস্য সচিব আবুল কাশেম ও সহকারী কমিশনার বদরুজ্জামান লাল্টুর নিকট থেকে মনোনয়ন পত্র উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর), দুপুরের দিকে নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডামসহ অন্য সদস্যরা।
লিটন মাহমুদ এর পূর্বে গাংনী উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়ীত্ব পালন করেছেন। গাংনী উপজেলা প্রেস ক্লাব নির্বাচন আগামী ৬ নভেম্বর-২০২২ অনুষ্ঠিত হবে। তিনি নির্বাচনে সকল সদস্যের সমর্থন ও দোয়া প্রত্যাশা করেছেন।