গাংনী উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের কমিটি গঠন
মেহেরপুরের গাংনী উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকালে জিয়াউল হককে সভাপতি ও আমিরুল ইসলাম কেে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।
মেহেরপুর জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি সোহেল রানা বলেন,সকলেল মতামতের ভিত্তিতে আগামি ৩ বছরের জন্য গাংনী উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এ কমিটির সদস্যরা ওয়ার্ড ইউনিয়ন কমিটি গঠন করবে।
এছাড়া বঙ্গবন্ধু সৈনিকলীগের নেতৃবৃন্দ সরকারের উন্নয়নে প্রচার প্রচারনার পাশাপাশি দলকে সংগঠিত করে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের প্রতিহত করবে।
মেহেরপুর জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারন সম্পাদক তরুন আহমেদ বলেন,বঙ্গবন্ধুর আদর্শকে বৃুকে ধারন করে নেতাকর্মীরা সোনার বাংলা গড়ে তুলতে কাজ করবে। গাংনী উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন