গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ফেনসিডিলসহ স্বামীস্ত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩০ বার পঠিত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ফেনসিডিলসহ জিয়ারুল রহমান জিয়ারু (৪২) ও তার স্ত্রী কুলসুম বেগম (৩২) কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী এলাকার আশরাফুলের দোকানের পশ্চিম পাশ থেকে তাদের আটক করা হয়।

আটককৃত জিয়ারুল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার আনন্দবাজার (চড়ুয়াপাড়া) গ্রামের ফজর আলী ছেলে ও কুলসুম বেগম ধৃত জিয়ারুলের স্ত্রী।

এ তথ্য নিশ্চিত করে পলাশবাড়ী থানার দায়িত্বরত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওইস্থান থেকে ৩৭ বোতল ফেনসিডিলসহ জিয়ারুল ও তার স্ত্রী কুলসুমকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর