শাহীন মন্ডল, উলিপুর,কুড়িগ্রামঃ
গাজীপুর শ্রীপুরে কুড়িগ্রাম উলিপুরের রামদাস ধনিরাম সরদারপাড়া গ্রামের আতাউর রহমানের পুত্র কলেজ ছাত্র আরিফুল ইসলাম আসিফ(১৮) কে গলা কেটে হত্যা করায় উলিপুরে আজ সকাল ১১টায় বড় মসজিদ মোড়ে আলোচনা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেই সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উলিপুর প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, বণিক সমিতির সভাপতি সৌমিত প্রসাত পান্ডে সহ আসিফের পরিবার, আত্বীয়- স্বজন, প্রতিবেশী,বিভিন্ন সামাজিক,রাজনৈতিক, পেশাজীবি,শিক্ষা প্রতিষ্ঠান, সহ সর্বস্তরের জন সাধারন সেখানে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বিভিন্ন ব্যক্তিবর্গ সহ আসিফের পরিবারের লোকজন বক্তব্য রাখেন, বক্তারা বলেন যারা আসিফকে নির্মম ভাবে হত্যা করেছে তাদের অতিদুরত্ব গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্য শাস্তি ফাঁসি দেওয়া হোক।যাতে করে আর এ রকম ঘটনা না ঘটে কারো মায়ের বুক যেন খালি না হয়।পরে র্যালীটি উপজেলা চত্বর হয়ে বিভিন্ন রাস্তা প্রদর্শন করে।