গ্রিসের হেরাক্লিওনে অনুষ্ঠিত জুজুৎসু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তাম্র পদক জিতেছেন কুড়িগ্রামের সুমন,
গত ১৭ অক্টোবর ২০২৪ আট সদস্যের বাংলাদেশ জাতীয় জুজুৎসু দল গ্রিসের হেরাক্লিওন উদ্দেশ্যে যাত্রা করে । গ্রিসের হেরাক্লিয়নে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পৃথিবীর ৭২ টি দেশের ছয়টি ক্যাটাগরিতে মোট ৩৫০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে । এরই মধ্যে ৭৭ কেজি ফাইটিং এ আরিফুর রহমান সুমন, ৬৫ কেজি ফাইটিং এ মুক্ত আহমেদ ও মাইনাস ৭০ কেজি ফাইটিং ওজনে নাহিদা আহমেদ ইতু অংশগ্রহণ করে । বাংলাদেশের পক্ষে আরিফুর রহমান সুমন ৭৫ কেজি ফাইটিং প্রতিযোগিতায় ইতালি ইউক্রেন কাজাকিস্তান সহ ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন দেশের প্রতিযোগী দের পরাজিত করে বাংলাদেশের পক্ষে তাম্র পদক অর্জন করতে সক্ষম হন । ৬৫ কেজি ফাইটিং প্রতিযোগিতায় দুইটি পদক অর্জন করেন মুক্তা আহমেদ এবং মাইনাস ৭০ কেজি ওজনে দ্বিতীয় স্থান অর্জন করেন নাহিদা আহমেদ ইতু ।আরিফুর রহমান সুমন কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এবং বাংলাদেশ জাতীয় দলের একজন নিয়মিত খেলোয়াড় সুমন বাংলাদেশের হয়ে 2022 ডিসেম্বর আবুধাবি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ফাইটিং ৬৯ কেজিতে অংশ গ্রহণ করে একটি স্বর্ণ একটি রৌপ পদক অর্জন করে,২০২৩ এ জানুয়ারি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে বাংলাদেশের পক্ষে ষষ্ঠ স্থান, ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত প্যারিস পিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৩ বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করে একটি রৌপ ও পদক, গ্রিসের লোতরাকিতে অনুষ্ঠিত এক্রপলিস ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২৩ ফাইটিং ৬৯ কেজিতে এ বাংলাদেশের পক্ষে একটি স্বর্ণপদক এবং আবুধাবি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২৪ অংশগ্রহণ করে এশিয়ান র্যাংকিং এর অষ্টম অবস্থানে অবস্থান করছেন! আরিফুর রহমান সুমন আগামী ফেব্রুয়ারি ২০২৫ ইতালির জেনোভা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এবং জর্ডানে নবম এশিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২৫ এ বাংলাদেশ জাতীয় দলের হয়ে অংশগ্রহণ করবেন বাংলাদেশের এই তরুণ এথলেটে ।বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম বলেন বিশ্বের এত বড় মঞ্চে বাংলাদেশের এই তরুণ অ্যাথলেট রা লাল সবুজের পতাকার পক্ষে যে বীরত্তের পরিচয় দিয়েছে যা বিশ্ব দরবারে বাংলাদেশের জন্য এক অতুলনীয় অর্জন ।