ঘাটাইলে নাতী দাদীকে দা দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ
মো: আ: হামিদ, বিশেষ প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে দা দিয়ে কুপিয়ে আছিরন (৭৫) নামে এক বৃদ্ধা দাদীকে খুন করার অভিযোগ উঠেছে তার ছেলের ঘরের নাতি আবুল হোসেনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরিবার সুত্রে জানা যায়, আবুল হোসেন (৩২) পাগল। নিহত বৃদ্ধার ছেলে আব্দুর রমমান জানান, আমরা তিন ভাই। আমাদের মা আলাদা বাড়িতে থাকতেন। আবুল হোসেন আমার বড় ভাই আব্দুল মজিদের ছেলে। দীর্ঘদিন ধরে তার মাথায় সমস্যা।
বিকেলবেলা মা রান্না করতেছিল। ওই সময় আবুল হোসেন গিয়ে মাকে দা দিয়ে কোপায়। মায়ের চিৎকারে আমার স্ত্রী এগিয়ে আসে এবং তার ডাকাডাকিতে আশেপাশের মানুষ এগিয়ে এসে ভাতিজাকে আটক করেন। ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান এমদাদুল হক সরকার বলেন, ঘটনাস্থলে গিয়ে মানুষের সাথে কথা বলে যতদূর জানতে পারলাম ছেলেটা মাদকাসক্ত। চারটি বিয়ে করেছিল, সব বউ তাকে ছেড়ে চলে গেছে। ধলাপাড়া পুলিশ ফাঁরির আইসি মো.হেলাল উদ্দিন বলেন, তরকারি কাটার দা দিয়ে নাতি তার দাদীকে মাথায় দু’টি কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক আবুল হোসেনকে আটক করা হয়েছে। সে মানুসিক ভারসাম্যহীন। লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।