চট্টগ্রামে দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ : সংজ্ঞার জট খুলতেই বড় লড়াই

মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩ বার পঠিত

 

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের উদ্যোগে নগরীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মানববন্ধন এবং একাডেমির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়ানোর মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের পরিচালক রিজিয়া খাতুন,-ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. আহসান হাবীব পলাশ -চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম -অতিরিক্ত পুলিশ কমিশনার হুমায়ুন কবির -অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সিরাজুল ইসলাম-অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইদুজ্জামান -চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম আবু তৈয়ব

এছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি,সুশীল সমাজের প্রতিনিধি এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

দুর্নীতির সংজ্ঞাগত সমস্যা সম্পর্কে-প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেন, মিয়ানমার হয়ে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মাদক প্রবেশের বড় রুট তৈরি হয়েছে। বিস্ময়করভাবে অনেক ইমাম এ পাচারের সঙ্গে যুক্ত, অথচ তারা এটিকে অপরাধ মনে করেন না। তাদের ধারণা, ইয়াবা ধর্মগ্রন্থে নেই, তাই এটি অন্যায় নয়। ফলে দুর্নীতির সংজ্ঞা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।

তিনি আরও বলেন,দুর্নীতির ইন্ডেক্সে আমরা একসময় চ্যাম্পিয়ন হলেও দেশের অর্থ বিদেশে যায়নি, ব্যাংক শূন্য হয়নি। অথচ এখন ভালো সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও অর্থনীতি শূন্য হয়ে গেছে। তাই আমাদের কাছে দুর্নীতি মানে জনগণ ও রাষ্ট্রের ক্ষতি।

প্রযুক্তির ভূমিকা সম্পর্কে -কমিশনার বলেন, দুর্নীতি প্রতিরোধে নানা মতামত এসেছে। প্রতিটি মত আংশিকভাবে সত্য। সঠিক প্রয়োগ হলে দুর্নীতি থেকে মুক্তি সম্ভব। সবচেয়ে বড় সহযোগী হতে পারে প্রযুক্তি। প্রযুক্তি আলাদিনের চেরাগের মতো, যা দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভায় সভাপতিত্ব করেন দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক রিজিয়া খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. আহসান হাবীব পলাশ – সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবীর -চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম -অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সিরাজুল ইসলাম – অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর