চট্টগ্রাম, বুধবার, ২০ এপ্রিল,২০২২: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক কমিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ইফতার সামগ্রীর প্যাকেট বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২০ এপ্রিল নগরীর চট্টগ্রাম হাটহাজারী রোড বাগদাদ রেস্টুরেন্টের ২য় তলায় আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক মীর সালাহউদ্দিনের সভাপতিত্বে শুরুতেই কোরান থেকে তেলেওয়াত করেন সাংবাদিক তৈয়বুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএসএফ চট্টগ্রাম জেলার সভাপতি কে এম রুবেল। যুগ্ম আহ্বায়ক রতন বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএসএফ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ সোহেল, উত্তরের সদস্য সচিব প্রকৌশলী দিলু বড়ুয়া জয়ীতা, যুগ্ম আহ্বায়ক নুর হোসেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক আমার সংবাদ রাউজান প্রতিনিধি লোকমান আনছারী, সাংবাদিক মোহাম্মদ অলিউল্লাহ, আনোয়ার হোসেন, রায়হান, শাহজালাল রানা, মোহাম্মদ আরিফ, শাহাদাত হোসেন সাজ্জাদ,রুপা বড়ুয়া,রবিউল হোসেন,মোহাম্মদ বাবু বাদশা, আবদুর রহিম, এম মতিন ,নাজিম উদ্দিন,মোহাম্মদ ইসমাইল হোসেন, সায়ুম আবছার ,মাজেদুল ইসলাম,অনিক দাশ প্রমুখ।
ইফতার শেষে সকলের সুখ ও শান্তি কামনায় দোয় ও মোনাজাত শেষে উত্তর জেলা আহ্বায়ক কমিটির পক্ষ হতে চল্লিশ জন সংবাদকর্মীকে ইফতার সামগ্রীর প্যাকেট উপহার দেয়া হয়।