ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি’ স্লোগানে বৃহস্পতিবার
সকালে কুমার নদী,উপজেলা পুকুর,উপজেলা ভূমি অফিস পুকুর, কাপাশহাটিয়া বাওড়,কায়েতপাড়া বাওড় দৌলতপূর এতিম খানা পুকুরসহ ৬টি স্থানে মাছের পোনা
সর্বমোট ৩শত ৬৯ কেজি রুই,কাতলা,মৃগেল জাতীয় মাছের পোনা অবমূক্ত করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রতিনিধি রওশন আলী, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সেলিম আহমেদ, থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসাইন, মৎস্য কর্মকর্তা(অতিরিক্ত দ্বাঃ) রফিকুল ইসলাম।চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন দেশের কন্ঠ প্রতিনিধি-কে জানান ‘মৎস্য হবে দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনের খাত,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে মৎস্য খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। বিশাল জলরাশি অপার সম্ভাবনাময় মৎস্য সম্পদ আহরণের জন্য বাংলাদেশ অন্যতম একটি দেশ,এটাকে কাজে লাগিয়ে দেশের বেকারত্ব দূরীকরণ ও মৎস্য সম্মৃদ্ধি বাংলাদেশ গড়ে তুলতে হবে।