দ্বিতীয় ধাপে উলিপুরে উপজেলা। পরিষদ নির্বাচন মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ তিন নেতার জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। উপজেলা নির্বাচন কার্যালয় জামানত বাজেয়াপ্তের বিষয়টি নিশ্চিত করেছে। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে পাঁচ জন, ভাইস চেয়ারম্যান পদে দুই জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান এম কফিল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবীব রানা ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স.ম আল মামুন সবুজ জামানত হারিয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা এরশাদুল হক মিয়া বলেন, ‘নির্বাচনের নিয়ম অনুসারে প্রার্থী তার আসনে মোট প্রাপ্ত ভোটের ১৫ শতাংশের কম পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। এ কারণে ওই তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উলিপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৮৩ হাজার ৩৯টি ভোট পড়ে। সেখানে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সদস্য সাজাদুর রহমান তালুকদার সাজু (আনারস প্রতীক) ৫০ হাজার ৪৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু (মোটরসাইকেল প্রতীক) ১৪ হাজার ৬৯৩ ভোট পেয়ে পরাজিত হন। এর মধ্যে এম কফিল উদ্দিন (ঘোড়া প্রতীক) ৬ হাজার ৬৭৮, আহসান হাবীব রানা (দোয়াত কলম প্রতীক) ৬ হাজার ৫৯৭ এবং সরদার মোঃ আল মামুন সবুজ (কাপ-পিরিচ প্রতীক) ২ হাজার ২০২ ভোট পান।