জামালপুরে বাসচাপায় ২ এসএসসি পরীক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ২৫২ বার পঠিত

 

জামালপুরের মাদারগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেলে থাকা দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। নিহতরা হলো- জুয়েল ও জাহিদুল।

সোমবার বেলা ১১টার দিকে ঢাকা-মাদারগঞ্জ সড়কে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো বালিজুড়ী পূর্বপাড়ার রুহুল আমীনের ছেলে এসএসসি পরীক্ষার্থী জুয়েল রানা ও খোর্দ্দজোনাইল গ্রামের গোদা মিয়ার ছেলে জাহিদুল ইসলাম আকাশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে ঢাকা-মাদারগঞ্জ সড়কে চলাচলকারী মাদারগঞ্জ স্পেশাল সার্ভিসের একটি বাস (ঢাকা মেট্রো ব-১১-৭৬৭৮) পৌর এলাকার বালিজুড়ী বাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

এর ৫ মিনিট পরই বাসটি মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পূর্বপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জুয়েল রানা ও আকাশ মারা যায়।

পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। এ ঘটনায় মাদারগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর