ঝিনাইদহে ত্রিভুজ প্রেমের বলি হলেন জামিলা খাতুন নামের এক নারী

হরিণাকুণ্ডু ঝিনাইদহ প্রতিনিধিঃবাচ্চু মিয়া
  • আপডেট টাইম : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৭৯ বার পঠিত

 

 

 

ঝিনাইদহ সদর উপজেলা পাগলাকানাই ইউনিয়নের রাজাপুর গ্রামে মোছাঃ জামিলা খাতুন (৪০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জমিলা খাতুুন একই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী। শনিবার (২১অক্টোবর) সকালে এই ঘটনা ঘটে। একই ঘটনায় প্রতিবেশী করিম বিশ্বাস নামে একজন গুরুতর জখম হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয় এবং পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। স্থানীয় সূত্রে জানা যায় প্রতিবেশি করিম এবং পাশের গ্রামের জাকিরের সাথে দির্ঘদিন ধরেই জামিলা খাতুনের সুসম্পর্ক ছিল, করিম মাঝে মাঝে তাকে কু-প্রস্তাব দিতো এবং পাশের গ্রামের বেড়বাড়ি গ্রামের জাকির হোসেনের সাথেও পরকিয়া সম্পর্ক ছিল বলে অনেকেই জানান। ওইদিন সকালে করিম শরিফুলের বাড়িতে আসে এবং কু প্রস্তাব দিলে বাক বিতন্ডা তৈরি হয় এবং তাকে হাসুয়া দিয়ে কোপদিলে সে মৃত্যু বরণ করে বলে অনেকেই জানান। এদিকে নিহতের স্বামী শরিফুল এবং জাকির হোসেন দৌড়ে এসে করিমকে আটকে ফেলে মারধর করতে থাকে তখন সে গুরতর আহত হয়ে পড়লে জনগন উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঝিনাইদহের সদর থানার ভারপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ মো: শাহিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিস্তারিত বিষয়ে জানার চেষ্টা করেন, সেসময় তিনি সাংবাদিকদের জানান, আমরা খবর পেয়ে দ্রুত এখানে উপস্থিত হয়েছি এখানে জামিলা খাতুন (৪০) নামের একজন নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে, কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা যথাযথ তদন্ত সাপেক্ষে সনাক্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর