টাঙ্গাইলে সেবক সংগঠনের পক্ষে কর্মহীন পেশাদার মটর গাড়ী চালক ও অসহায়, হতদরিদ্র বাস চালক দের মাঝে ঈদ সামগ্রিক বিতরণ ।
জেলায় ছয়টি উপজেলায় ধারাবাহিক ভাবে সেবক সংগঠন টি চারশতাধিক পরিবারে মাঝে ঈদ সামগ্রিক বিতরণ করে।
সোমবার (১০ মে)বিকালে ভূঞাপুর উপজেলার টাঙ্গাইল জেলা বাস- কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়ন এর উপ কমিটি শাখা অফিসে সেবক এর জেলা শাখার সভাপতি খায়রুল খন্দকার এর সভাপতিত্বে উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা বাস- কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়ন এর উপ কমিটি শাখা অফিসে এর উপদেষ্টা সাংবাধিক আসাদুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক খন্দকার সুরুজ আলম।
এই সময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বাস- কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়ন এর উপ কমিটি শাখা অফিস এর সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল সালাম মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক রন্জু মিয়া, সহ সম্পাদক সবুর খান,সহ সম্পাদক নজর আলি, প্রচার সম্পাদক তোফায়েল আহমেদ, খন্দকার রকিবুল ইসলাম, প্রমুখ। এই সময় ৫০ টি কর্মহীন বাস চালক পরিবারের মাঝে ঈদ সামগ্রিক বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রির মধ্যে ছিলো চাল, ডাল, তেল , চিনি, সেমাই, দুধ ও সাবান।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার (১১ মে) ঘাটাইল, কালিহাত, গোপালপুর, সদর, দেলদুয়ার উপজেলায় ১৬০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রিক বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিতি সাংবাদিক খায়রুল খন্দকার সেবক জেলা শাখার সভাপতি।
আরো উপস্তিত ছিলেন, সহ সভাপতি কামরান পারভেজ ইভান, সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীন, সহ সাধারণ সম্পাদক শিবলু সিকদার, সহ সাংগঠনিক সম্পাদক নিঝুম আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক মোতাকাব্বির সাধীন, অর্থ সম্পাদক মোঃ আব্বাস , দূর্ঘটনার বিষয়ক সম্পাদক শাহিনূল ইসলাম , প্রকাশনা বিষয়ক সম্পাদক রাজু আহামেদ , সদস্য মিলন সরকার সহ সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সেবক এর সভাপতি খায়রুল খন্দকার বলেন, করোনা ও লকডাউন এর মধ্যে অবহেলিত দরিদ্র বাস চালক যারা ঘরে বসে আছেন তাদের পাশে এসে আমরা দাড়িয়েছি। করোনাকালীন এই বর্তমান সময়ে সমাজের বিত্তবান ব্যক্তিদেরও এগিয়ে আসার আহবান জানান। দরিদ্রদের যে কোন প্রয়োজনে আমাদের সংগঠন এগিয়ে আসবে এবং খাদ্য সহায়তা বিতরণের কার্যক্রম চলমান রাখবে।
সেবক এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খান মোঃ বাবুল বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ের তান্ডবে দেশ জাতি জনজীবন যখন লণ্ডভণ্ড স্তব্ধ স্বাভাবিক জীবন ঘরবন্দী খেটে খাওয়া দিন মজুরের জীবন বিপন্ন ঠিক সেই সময়ে সরকারের পাশাপাশি মানবতার সেবায় করোনা সম্মুখ যোদ্ধা হিসেবে এগিয়ে আসেন সেবক সামাজিক সেবা মূলক সংগঠনটি। তিনি করোনার দ্বিতীয় ঢেউ আমরা হতদরিদ্র বাস চালকদের পাশে থাকবো।