তরমুজ ন্যায্যমূল্য নিশ্চিত করতে চলছে ভ্রাম্যমান আদালতের অভিযান

হরিণাকুন্ডু থেকে মোঃ রাব্বুল ইসলাম
  • আপডেট টাইম : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ২১০ বার পঠিত

 

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় তরমুজের ‘ন্যায্যমূল্য’ নিশ্চিত করতে বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা।সাম্প্রতিক সময়ে তীব্র গরম এবং রমজানের কারণে বাংলাদেশে মৌসুমী ফল তরমুজের চাহিদা বেড়েছে ব্যাপক। একই সাথে পাল্লা দিয়ে বেড়েছে দাম।
বাংলাদেশের সর্বত্র এখন খুচরা পর্যায়ে তরমুজ কেজি দরে বিক্রি হচ্ছে। এ নিয়ে অনেক ক্রেতা আপত্তি জানাচ্ছেন। বর্তমানে খুচরা বাজারে তরমুজের কেজি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা।
ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে কেজি হিসেবে তরমুজ বিক্রির এই প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।
এমন প্রেক্ষাপটে কেজি দরে তরমুজ বিক্রির বিরুদ্ধে অভিযানে নেমেছে প্রশাসনের কর্মকর্তারা।
সাধারণ মানুষ যাতে ‘ন্যায্যমূল্যে’ তরমুজ এবং অন্যান্য ফল কিনে খেতে পারে সেজন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে হরিনাকুন্ডু উপজেলায় ।
নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা বলেন, সিন্ডিকেট করে যাতে বাজারে দাম বাড়াতে না পারে সেজন্য তারা তৎপর রয়েছেন

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর