তেরাইল জোড়পুকুরিয়া কলেজ কর্তৃক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এইচ.এস.সি. জেনারেল ও বি.এম.টি. পরীক্ষা ২০২৫ এর প্রবেশপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। অত্র কলেজের অধ্যক্ষ, শিক্ষক-কর্মচারী এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের সম্মানিত সভাপতি, জুলফিকার আলী ভুট্টো (সাবেক চেয়ারম্যান ও সাবেক সাংগঠনিক সম্পাদক, বিএনপি, মেহেরপুর জেলা)। তাঁর মূল্যবান উপস্থিতি ও অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নওশাদ আলী এবং জেটিএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ও তেরাইল বাজার কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান সোনা। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের শুভকামনা জানান।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। তারা শিক্ষার্থীদের সুশৃঙ্খলভাবে পরীক্ষায় অংশগ্রহণ, ভবিষ্যৎ জীবনে সাফল্যের জন্য কঠোর পরিশ্রম এবং দেশ ও দশের কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।
কলেজের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বিদায়ী শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে এবং কলেজের প্রতি কৃতজ্ঞতা জানায়।
এই আয়োজনের মাধ্যমে পরীক্ষার্থীরা এক নতুন উদ্দীপনা নিয়ে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হলো।