নওগাঁর সাপাহারে মুিজবর্বষ উপলক্ষে অস্বচ্ছল দরিদ্র আনসার, ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়ছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে উপজেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা মিসেস সাহারা বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বিতরণ অনুষ্ঠানে আনসার – ভিডিপি মহাপরিচালকের পক্ষ থেকে ৬০ জন অস্বচ্ছল দরিদ্র আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, ভোজ্য তেল, আলু, লবণ ও একটি করে সাবান বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনসার ও ভিডিপি সদস্যদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী ইমরান হোসেন, সমাজ সেবা অফিসার তৌফিকুর রহমান, যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা আব্দুল মান্নান প্রমূখ।