স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত গুণীজন নাগরিক সংবর্ধনা কমিটি চট্টগ্রামের ৫ম সভা ও মতবিনিময় গতকাল ১১ মে সন্ধ্যা ৭টায় নগরের ওয়াসার মোড়স্থ একটি রেস্টুরেন্টে সংগঠনের আহ্বায়ক, বিশিষ্ট সমাজসেবী লায়ন প্রকৌশলী জাবেদ আবছার চৌধুরীর সভাপতিত্বে ও সমন্বয়কারী স ম জিয়াউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব অধ্যাপক ড. শেখ এ রাজ্জাক রাজু, যুগ্ম আহ্বায়ক হাসিনা জাফর, এম এ সবুর, মো. কামাল উদ্দিন, ভাস্কর ডি কে দাশ মামুন, সদস্য অধ্যাপক মাসুদ রানা, অধ্যাপক শহিদুল ইসলাম, ড. শফিউল আজম, ডা. হুমাইরা কানিজ, প্রকৌশলী অনুরূপ চৌধুরী, মো. হাসান মুরাদ, এম এ হাশেম, জসিম উদ্দিন চৌধুরী, শিউলি আকতার। সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম একটি গুণীজনের তীর্থভূমি। চট্টগ্রামে দেশখ্যাত নয় বিশ্বখ্যাত ব্যক্তিত্বরাও জন্মগ্রহণ করেছে। আগামী প্রজন্মের কাছে এদের তুলে ধরলে জাতি ও প্রজন্মরা আলোর পথ দেখবে। পরবর্তী সভা আগামী ১৪ মে বিকাল ৫টায় চন্দনপুরাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হবে।