পাবনা গণপূর্ত উপ-বিভাগ ২ এর উপবিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তারের উপর সরকারী দায়িত্ব পালন কালে নিজ দপ্তরে ঠিকাদার কর্তৃক বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক বিচারের দাবীতে মানববন্ধন করেছে কুষ্টিয়া গণপূর্ত বিভাগ।
সোমবার দুপুর ১২টায় কুষ্টিয়া-খুলনা মহাসড়কের সাদ্দাম বাজার মোড়ে গণপূর্ত অফিসের সামনে অনুষ্টিত উক্ত মানববন্ধনে কুষ্টিয়া গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম, গণপুর্ত সিবিএর সভাপতি মো: জিল্লুর রহমান, সাধারন সম্পাদক ও কুষ্টিয়া জেলা শ্রমিকলীগের যুগ্ম-সম্পাদক এইস এম মতিউর রহমানসহ গণপূর্ত বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ গ্রহন করেন।
ঘন্টাব্যপী চলা মানববন্ধনে বক্তারা দুস্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক বিচারের দাবী জানান, অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারীও দেন তারা।