পীরগঞ্জে এক স্কুল শিক্ষিকার বিষপানে আত্মহত্যা

মাহাবুব আলম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।।
  • আপডেট টাইম : রবিবার, ২ মে, ২০২১
  • ১৭৯ বার পঠিত

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জেবুন নেছা (৪৫) নামে এক স্কুল শিক্ষিকার বিষ প্রয়োগ করে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। ঐ স্কুল শিক্ষিকা সৈয়দপুর ইউনিয়নের ছোট বেগুনবাড়ী গ্রামের আসরাফুলের স্ত্রী ও বসভাঙ্গা বসন্তপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন তিনি।

এ বিষয়ে ৫ নং সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান ইকরামুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান নিহত স্কুল শিক্ষিকা মানসিক ভারসাম্যহীন ছিলেন। ২ মে রবিবার দুপুরে পীরগঞ্জ থানার সার্কেল এ.এস.পি আহসান হাবিব ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।

পীরগঞ্জ থানার ওসি প্রদিপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহত স্কুল শিক্ষিকার স্বামী ও তার পরিবারে পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাস দাফনের অনুমতি দেওয়া হয়েছে এবং থানায় একটি ইউডি মামলা হয়েছে যার (মামলা নং ২০)।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর