প্রধানমন্ত্রী’র জন্মদিন উপলক্ষে সম্প্রীতি বাংলাদেশের উদ্যোগে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৫ বার পঠিত

 

আগামী বুধবার ২৮শে সেপ্টেম্বর-২০২২ “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন”
উপলক্ষে গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর), সকালের দিকে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এম.পি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান। সম্প্রীতি বাংলাদেশ এর আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধায় এর সভাপত্বিতে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রফেসর হারুন অর রশিদ, প্রফেসর আব্দুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর নিজামুল হক ভুইয়া, সাবেক তথ্য কমিশনার প্রফেসর সাদেকা হালিম, ড. উত্তম বড়ুয়া, ড. চন্দ্রনাথ পোদ্দার, অধ্যাপক বিমান বড়ুয়া, জেষ্ঠ্য সাংবাদিক শরীফ সাহাবউদ্দীন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক অধ্যাপক ডা. মাহবুববুর রহমান বাবু ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম। সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল এর সঞ্চালনায় আলোচনায় সকল বক্তাগণ উন্নত বাংলাদেশ গড়ার প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বের দীর্ঘায়ূ কামনা করেন।
এসময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান তিনার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা শুধু জননেত্রী নন তিনি প্রকৃত অর্থেই একজন সফল রাষ্ট্রনায়ক। দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও বিশ্বনেতা হিসেবে অসামান্য গ্রহণযোগ্যতা অর্জন করেছেন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদ তিনার বক্তব্যে বঙ্গবন্ধু’র সাথে জননেত্রী শেখ হাসিনা’র শৈশবের স্মৃতি তুলে ধরেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন বাংলাদেশ স্বাধীন হতো না তেমনি ১৯৮১ সালে শেখ হাসিনা আওয়ামী লীগের হাল না ধরলে আজকের উন্নয়নশীল বাংলাদেশ হওয়া সম্ভব হতো না।
আলোচনার প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান জননেত্রী শেখ হাসিনা’র ১৯৮১ সালে দেশে ফিরে আসার স্মৃতিচারণ করেন। তিনি বর্ণনা করেন, ১৭মে বেদনার সাগর পাড়ি দিয়ে লক্ষ জনতার গগণবিদারী শ্লোগানের মাঝে দেশের মাটিতে পা রেখে শেখ হাসিনা দৃঢ়ভাবে ঘোষনা করেছিলেন, ‘আমার অবস্থা যদি আমার বাবার মতোও হয় তারপরেও আমি জনগণের জন্য সংগ্রাম করে যাব, সেবা করে যাব।’’ যে কথার সঠিক বাস্তবায়ন আজকের উন্নয়শীল বাংলাদেশ থেকে উন্নত বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে। তারেক রহমান লন্ডনে একটি বক্তৃতায় বলেছেন, ৭৫ এর পরাজিত শক্তি আজ মাথাচাড়া দিয়ে উঠেছে। তারেক রহমানের কথার উল্লেখ করে প্রধান বক্তা দৃঢ়কন্ঠে বলেন, তারেকের বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয়ে গেছে যে, তার পিতাই বঙ্গবন্ধু হত্যার মূল ক্রিড়নক ছিলেন। তিনি জিয়ার মরোনত্তর বিচার দাবী করেন। ‘পদ্মা সেতু চাই না, দেশে গনতন্ত্র চাই’ বলে বিএনপি’র দেওয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আপনারা যেমন বিএনপি যেমন পদ্মা সেতু চান না। জনগনও বিএনপি’র লাঠিসোটা ও জ্বালাও পোড়াও এর গণতন্ত্র চায় না।
প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার শামসুল হক টুটু এম.পি আলোচনা অনুষ্ঠানের আয়োজক ও সংগঠন সম্প্রীতি বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সম্প্রীতি বাংলাদেশ’ নামটা শুনলেই বোঝা যায়, আমাদের কি করণীয়। বঙ্গবন্ধু’র পরিবারকে তিনি একটি অসাম্প্রদায়িক পরিবার হিসেবে অভিহিত করেন। শেখ হাসিনাকে জানতে হলে বঙ্গবন্ধুকে এবং বঙ্গবন্ধু’র পরিবারকে জানতে হবে। জননেত্রীর মাদকমুক্ত দেশ গড়ার প্রেরণা নিয়ে মনানীয় ডেপুটি স্পিকার তার নিজ নির্বাচনী এলাকায় গ্রামীন খেলাধূলা ও নৌকা বাইচের মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করে থাকেন। বঙ্গবন্ধু কন্যা যদি দেশে না আসতো তাহলে আওয়ামী লীগ হয়তো থাকতো তবে শেখ হাসিনা’র মতো সাহসী সিদ্ধান্ত নেওয়ার মতো নেত্রী থাকতো না। বঙ্গবন্ধু হত্যাকারী ও যুদ্ধাপরাধীদরে বিচার করা হয়তো সম্ভব হতো না।
সভাপতির বক্তব্যে পীযূষ বন্দ্যোপাধ্যায় জননেত্রী শেখ হাসিনা কেন কিভাবে তিমির হননের নেত্রী হয়ে উঠলেন তা ব্যাখ্যা করেন। তিনি বঙ্গবন্ধুকে উদ্দেশ্য করে বলেন, তুমিই বাংলাদেশ। একই ভাবে তিনি জননেত্রী শেখ হাসিনাকে বলেন, তুমিই আমাদের আধুনিক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ।
এসময় শিক্ষক, ডাক্তার, রাজনীতিবিদ, সাংবাদিক, সমাজকর্মী, ছাত্রনেতাসহ আলোচনা অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর