বাংলার নাটক ও সিনেমার বরেণ্য অভিনয়শিল্পী শর্মিলী আহমেদ আর নেই। শুক্রবার ভোর ৫টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এভারকেয়ার হাসপাতাল থেকে শর্মিলী আহমেদের মরদেহ উত্তরার নিজ বাসভবন নেয়া হচ্ছে। সেখানে নেওয়ার পরে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে।
১৯৪৭ সালের ৮ মে জন্ম নেওয়া শর্মিলী আহমেদ ১৯৬৪ সালে অভিনয় পেশা শুরু করেন। ১৯৬২ সালে রেডিওতে এবং ১৯৬৪ সালে চলচ্চিত্রে তার ক্যারিয়ার শুরু করেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের প্রথম ধারাবাহিক নাটক দম্পতিতে কাজ করেছেন।বাংলার মানুষের মন অভিনয় দিয়ে জয় করে নিয়েছিলেন তিনি। হয়তো কখনো ফিরবেননা। মানুষের মাঝেই অভিনয়গুলো বেঁচে থাকবেন বাংলার প্রিয় মুখ।
১৯৭৬ সালে মোহাম্মদ মহসিন পরিচালিত আগুন নাটকে প্রথমবারের মত মায়ের ভূমিকা পালন করেছিলেন।