মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী শহরে তালাবদ্ধ ঘর থেকে নাহিদ হাসান রাজু (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত রাজু একই উপজেলার মুন্দা গ্রামের জিনারুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে স্থানীয় বামন্দী পুলিশ ক্যাম্পের একটিদল বামন্দী শহরের একটি ঘর থেকে রাজুর মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান রাজু ছিলেন মাদকাসক্ত। সে কারণে পরিবারের লোকজন তাদের বামন্দী শহরস্থ ঘরে তালাবদ্ধ করে রাখত। এবং ঘরে খাবার রেখে আসত। বৃহস্পতিবার সকালে ঘর খুলে খাবার দিতে গিয়ে দেখে রাজুর মরদেহ সিলিংফ্যানের সাথে ঝুলছে। আটকা ঘরে রাখার কারণে রাজু আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে খবর পেয়ে বামন্দী পুলিশ ক্যাম্পের একটিদল মরদেহ উদ্ধার করেছে।
গাংনী থানা সূত্র জানায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায় মরদেহ ময়না তদন্ত ছাড়াই দাফনের পরামর্শ দেয়া হয়েছে।