বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মসিউর রহমান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ মঙ্গলবার (১ নভেম্বর) দুপুর হৃদরোগে আক্রান্ত হয়ে ঝিনাইদহ হাসপাতালের জরুরি বিভাগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে,জাতীয় সংসদের সাবেক এই হুইপ ঝিনাইদহ শহরে নিজ বাসায় অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ছিলেন। মুক্তিযোদ্ধা কমান্ডার মসিউর রহমান বিভিন্ন সময় দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন দীর্ঘদিন।