মেহেরপুরের গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টুর নির্দেশনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে কাজিপুর ইউনিয়ন ছাত্রলীগ। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নানান আয়োজনের মধ্য কাজিপুর ইউনিয়ন ছাত্রলীগের ছাত্রনেতা মোঃ তানিন রানার নির্দেশনায় বিজয় মিছিল শেষে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
১৯৭১ সালে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয় বাংলাদেশ। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনীর আত্নসমর্পনের মাধ্যমে চুড়ান্ত বিজয় অর্জন করে বাংলাদেশ।
সকলকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে ছাত্রনেতা তানিন রানা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে সকলকে কাজিপুর ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা জানায়।